Ananta Mehedi Pata Dekhecho Poem is Beautiful poem by Abul Hossain Khokon. This poem is one of the best ones from the time when it was released. The beautiful phases and lyrics of this poem can melt your heart. So, without wasting anymore time, here is the full Ananta Mehedi Pata Dekhecho Poem Lyrics in Bengali.
Before we get to our lyric section, here are some details about the poem-
Poem Details:
Bengali poet Ananta Mehedi Pata Dekhecho recited by Munmun Mukherjee. The shattered love story of Mithila and Ananta. Written by Abul Hossain Khokon is this poem.
Poem : Ananta Mehedi Pata Dekhecho
Recited by : Munmun Mukherjee
Writer : Abul Hossain Khokon
Recrding & Mixing : Kaushik Som
Camera : Prasenjeet
Edit : Soumyadip
Ananta Mehedi Pata Dekhecho Poem Lyrics in Bengali
Read Ananta Mehedi Pata Dekhecho Poem Lyrics in Bengali language-
অনন্ত, মেহেদি পাতা দেখেছ নিশ্চয় ?
উপরে সবুজ, ভেতরে রক্তাক্ত লাল
নিজেকে আজকাল
বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয়,
উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রনার-
এমন সব বড় বড় গর্ত
যে তার সামনে দাড়াতে নিজেরী বড়ো ভয় হয়, অনন্ত।
তুমি কেমন আছো ?
বিরক্ত হচ্ছ না তো ?
ভালোবাসা যে মানুষকে অসহায়ও করে দিতে পারে
সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত-
আমার জানা ছিলো না।
তোমার উদ্দাম ভালোবাসার দূতি-
জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে
আমার ভিতর- আমার বাহির
আমারই হাতে গড়া আমার পৃথিবী।
অনন্ত, যে মিথিলা সুখী হবে বলে-
ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে
ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেল,
আজন্ম শূন্য, অনন্তকে আরো শূন্য করে দিয়ে-
তার মুখে এসব কথা মানায় না আমি জানি।
কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না
আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করছে
আমার স্বপ্ন খুনের রক্ত।
উদাস দুপুরে বাতাসে শিষ দেয়
তোমার সেই ভালোবাসা,
পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতোন-
তোমার স্বৃতি।
আমি আগলাতেও পারি না,
আমি ফেলতেও পারি না।
সুখী হতে চেয়ে এখন দেখি
দাঁড়িয়ে আছি একলা আমি,
কষ্টের তুষার পাহাড়ে।
অনন্ত, তোমার সামনে দাড়ানোর কোন
যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই।
তবুও,
তবুও তুমি একদিন বলেছিলে-
ভেজা মেঘের মতো-
অবুজ আকাশে উড়তে উড়তে-
জীবনের সুতোয় টান পড়ে যদি কখনো?
চলে এসো, চলে এসো-
বুক পেতে দেবো আকাশ বানাবো
আর হাসনা হেনা ফুটাবো,
সুতোয় আমার টান পড়েছে অনন্ত
তাই আজ আমার সবকিছু,
আমার এক রোখা জেদ,
তুমি হীন সুখী হওয়ার অলীক স্বপ্ন
সব, সব, সবকিছু
সবকিছু জলাঞ্জলী দিয়ে
তোমার সামনে আমি নতজানু।
আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও
কথা দিচ্ছি-
তোমার অমর্যাদা হবে না আর কখনো ।
অনন্ত, আমি জানি-
এখন তুমি একলা পাষান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও,
প্রচন্ড এক অভিমানে-
ক্ষনে ক্ষনে গর্জে ওঠে অগ্নিগিরি,
কেউ জানে না, আমি জানি-
কেন তোমার মনের মাঝে মন থাকে না,
ঘরের মাঝে ঘর থাকে না,
উঠোন জোড়ার উপর কলস-
তুলসি তলের ঝরা পাতা,
কুয়ো তলার শূন্য বালতি-
বাসন-কোসন, পূর্নিমা-অমাবস্যা
একলা ঘরে এই অনন্ত-
একা একা শুয়ে থাকা
কেউ জানে না, আমি জানি,
কেন তুমি এমন করে কষ্ট পেলে-
সব হরিয়ে বুকের তলের চিতানলে-
কেন তুমি নষ্ট হলে?
কার বিহনে চুপি চুপি, ধীরে ধীরে-
কেউ জানে না, কেউ জানে না,
আমি জানি, আমিই জানি।
অনন্ত, আগামি শনিবার ভোরের ট্রেনে
তোমার কাছে আসছি,
আমার আর কিছু না দাও
অন্তত শাস্তিটুকু দিও।
ভালো থেকো !
তোমারি হারিয়ে যাওয়া মিথিলা।
More Poems:
Bondhu Bine Pran Bachena Lyrics
Ananta Mehedi Pata Dekhecho Poem Lyrics in English
Read Poem Lyrics in English-
Ananta mehedi pata dekhecho nishchoi
Upore sobuj bhetore roktakto laal
Nijeke aajkal
Boro beshi mehedi patar moto mone hoy
Upore ami othocho bhitore koster jontronar
Emon sob boro boro gorto
Je taar samne darate nijeri boro bhoy hoy
Anonto
More Poems:
Read Gajar Nouka Pahartoli Jaay Lyrics
FAQs
Who wrote the Ananta Mehedi Pata Dekhecho Poem Lyrics?
Abul Hossain Khokon wrote the poem lyrics.
Who recited this poem?
Munmun Mukherjee.
Final Words: “Mehedi Pata Dekhecho” is a soulful Bengali song that evokes the beauty and nostalgia of the monsoon season. Sung by Munmun Mukherjee, the song’s rich lyrics and haunting melody capture the essence of the rainy season and the emotions it brings forth. Its tranquil rhythm and soothing notes make it a classic piece of Bengali music.
Thanks for Visiting our site. Read and enjoy this beautiful bengali poem Ananta Mehedi Pata Dekhecho Poem Lyrics in Bengali by Munmun Mukherjee on Bangla Lyric Zone.
More Song Lyrics: